ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: বিকল্প পথেই দিল্লি যাত্রা
আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে ধর্না অবস্থান। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে ধর্না।
নেতাজি ইনডোর থেকে বিকল্প পথেই দিল্লি যাত্রা তৃণমূলের। অভিষেকের ঘোষণা মতো ট্রেনের বদলে বিকল্প বাসে করে সড়ক পথেই দিল্লিযাত্রা শুরু করলেন বঞ্চিত শ্রমিকরা।
কেষ্টপুরে মহিলা সেজে চুরি | ধৃত পরিচারক
প্রসঙ্গত, দিল্লি যাওয়ার আগে বাতিল ট্রেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে রেলের ইমেল দেখিয়ে বলেন, “টাকা জমা নিয়ে শেষ মুহূর্তে ট্রেন বাতিল করেছে রেল। তবে তৃণমূলকে এই ভাবে রুখে দেওয়া যাবে না। ট্রেন বাতিল করে আমাদের আটকানো যাবে না। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই”।
সেই মতোই আজ শহরের নেতাজি ইনডোর থেকে বিকল্প পথে অর্থাৎ ট্রেনের বদলে বাসে করেই দিল্লি রওনা দেয় বাংলার বঞ্চিত শ্রমিকরা। ইভিএম নিউজ