ব্যুরো নিউজ, ২২ অক্টোবর: বাগবাজার সর্বজনীনে চলছে পুজোর আয়োজন

আজ অষ্টমী। সকাল থেকেই শুরু দেবী পুজোর প্রস্তুতি। বাগবাজার সর্বজনীনে চলছে পুজোর আয়োজন। কলকাতার এই প্রাচীন পুজো শতবর্ষ পেরিয়েছে।

জাতি-ধর্ম নির্বিশেষে মায়ের আরাধনা | হিন্দু-মুসলিম যোগে একসঙ্গে পুজো

এবার ১০৫ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো। অনেকদিন ধরেই থিম পুজোয় মেতেছে কলকাতার নানা নামকরা পুজোগুলি। হাতেগোনা যে কয়েকটি বারোয়ারি পুজো এখনও সাবেকি পুজো করে আসছে। এটি সেগুলির মধ্যেই একটি। থিমের জোয়ারে গা না ভাসিয়ে, সাবেকি মেজাজ আঁকড়ে রয়েছে উত্তর কলকাতার এই পুজো। বরাবরের মতো এবারও প্রতিমার ডাকের সাজ।


সকালে আরতি শুরু হয়েছে বাগবাজার সর্বজনীনের পুজোয়। পঞ্জিকা, তিথি-নক্ষত্র মেনে কঠোর নিয়মে দেবী আরাধনা হয় এখানে। অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেছেন দর্শনার্থীরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর