ব্যুরো নিউজ, ৪ নভেম্বর: বসিরহাটের অটো চালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ
বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থেকে শিতুলিয়া রুটের বসিরহাটের অটো চালকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা অটো চালকদের সমস্যার সমাধান না হওয়ায় বিশপুরের শেখপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
ক্রিকেটের টিকিট নিয়ে চলছে কালোবাজারি
অভিযোগ, হাসনাবাদ থেকে শিতুলিয়া রুটে মাস কয়েক আগে নতুন একটি অটো রুট চালু করা হয়। পুরানো অটো ইউনিয়নের চালকরা ঐ নতুন অটো রুটের বিরোধীতা করে। কারণ, পুরানো অটো ইউনিয়ন চালকরা দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রী পরিষেবা দিয়ে রুজি রোজগার করে আসছে।
এই নতুন রুট চালু হওয়ায় তারা বেশ বিপাকে পড়েছেন। অবরোধকারীরা বলেন, “অবৈধ ভাবে ঐ নতুন রুট চালু করা হয়েছে। এইভাবে অবৈধ গাড়ি চললে আমরা না খেয়ে মরে যাবো। এতদিন বিপদে-আপদে, ঝড়-বর্ষায় আমারাই যাত্রীদের পরিষেবা দিয়ে এসেছি। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক”। ইভিএম নিউজ