ধর্মঘটের

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: বর্ধমানে ধর্মঘটের ডাক। তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিলো মুঠিয়া মজদুর সংগঠন।


বর্ধমান জেলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বড়ো বাজার নতুনগঞ্জ, আলমগঞ্জ ও বোরহাট। এই তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিল সোমবার মুঠিয়া মজদুর সংগঠন। তাদের দাবি, বোনাস বাড়াতে হবে। সেই বোনাস না বাড়ানোর জন্য তারা কাজ বন্ধ করে দিয়ে সারাদিনব্যাপী নতুনগঞ্জ গুরপট্টি বাজারে বিক্ষোভ আন্দোলন করে। আন্দোলনে শামিল সমস্ত মুঠিয়া মজদুর কর্মচারীরা।

প্রাক্তন চেয়ারম্যানকে ম্যারাথন জেরা সিবিআইয়ের

তাদের দাবি চার থেকে সাড়ে চার হাজার টাকা বোনাস দিতে হবে মালিক কর্তৃপক্ষকে। যদিও এই বিষয়ে মালিক কর্তৃপক্ষ জানান, গত বছর তারা ২৫০০ টাকা বোনাস দিয়েছিলেন। এবারে এক লাফে এত দেওয়া যাবে না। আলোচনা সাপেক্ষে বিবেচনা করে বিষয়টি দেখা হবে ১২ ঘণ্টার মধ্যে।

এবার দেখার বিষয়, শেষমেষ এই আন্দোলন কি রূপ নিতে চলেছে। যদিও মুঠিয়া মজদুররা জানান তাদের দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাবেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর