নিম্ন

ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: বঙ্গের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা? কি বলছে হাওয়া অফিস? 

টানা দুদিন বৃষ্টির পর এখন শহর কলকাতার আবহাওয়া শান্ত। মাঝে মাঝে মেঘলা আকাশ চোখে পরছে। সকালের দিকে হালকা গরম অনুভূত হলেও, রাতের দিকে কিন্তু ঠাণ্ডার শিরশিরানি অনুভব করা যাচ্ছে। তবে সব জেলায় কিন্তু বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি। গতকাল উঃ ও দঃ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দঃ বঙ্গে চলতি বছরে শীতের তিন মাস ঠান্ডা খুবই হালকা থাকবে। তবে ভালো খবর এটাই যে, আগামী পাঁচদিন বৃষ্টির আর কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর।

সমাজসেবী সংস্থার উদ্যোগে নানান প্রতিযাগিতামূলক অনুষ্ঠানের আয়োজন

শহর কলকাতার শনিবার সকালটা কুয়াশা ঘিরে রাখবে তিলোত্তমা নগরীকে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৯৮ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৮৬ শতাংশ।  হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১১, ১২, ১৩ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা একটু বেশি নামবে।

তবে কুয়াশার দাপট থাকবে গোটা বঙ্গ জুড়ে। মৌসম ভবন জানাচ্ছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়বে। তবে উঃ বঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে খানিক বৃষ্টি হতে পারে। এছাড়া আর বাকি কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর