ফেসবুক

ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: ফেসবুক পোস্টে ‘ক্ষোভ’ প্রকাশ তৃণমূল সাংসদ শান্তনুর

আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। এরপরই হাসপাতালের বেনিয়ম নিয়ে সরব হলেন সাংসদ শান্তনু সেন।

জন ধন অ্যাকাউন্টে কী কী পাবেন জানান কি?

আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পরই শান্তনুকে সরিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসানো হয় শ্যামাপদ দাসকে। এমনকী সন্দীপ ঘোষকে ফিরিয়ে আনা হয় অধ্যক্ষ পদে। এরপরেই ফেসবুকে শান্তনুর পোস্ট। ‘জীবনে যদি বারবার চোখ নয়, শুধু কান দিয়ে দেখে, একতরফাভাবে শুধু একজনের কথা শুনে কেউ সিদ্ধান্ত নেয়, তাহলে ভুল সিদ্ধান্ত হতে বাধ্য।’

স্বভাবিকভাবেই শান্তনু সেনের এই পোস্ট করার পর শোরগোল পড়ে যায় শাসকদলের অন্দরেই। এমনকি শান্তনুর ওই পোস্টের সঙ্গে আরজিকরের সাম্প্রতিক রদবদলের মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক মহল। স্বাস্থ্যের বেনিয়ম নিয়ে এবার সামাজিক মাধ্যমেই সরব হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর