সুস্মিতা হালদার, ১০ মেঃ (Latest News) ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়
রাজভবনের কাছে একটি বহুতলে বুধবার বেলায় আগুন লেগে যায়। রাজভবনের প্রায় উল্টোদিকেই রয়েছে এই বহুতল, নাম শরাফ হাউস। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।
এই শরাফ হাউজে বহু অফিস রয়েছে। প্রাথমিকভাবে যা জানা গেছে তা হল, এই বিল্ডিংয়ে রয়েছে সেন্ট্রাল ব্যাংকের একটি শাখা। তার ওপরে একটি রান্নাঘর রয়েছে। সেখানেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
অল্প সময়ের মধ্যে এত ভয়ঙ্কর ভাবে আগুন ছড়িয়ে পড়ে যে ওই অংশের ছাদ ভেঙে পড়েছে। কংক্রিটের বড় বড় চাঁই খসে পড়তে থাকে।
একে একে দমকলের চোদ্দটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন এতটাই ব্যাপক আকার নেয় এবং যেভাবে সেখানকার ছাদ ভেঙ্গে পড়েছে যে সেখানে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। বাধ্য হয়ে পাশের একটি বাড়ির ছাদে উঠে সেখান থেকে জল দেওয়া হয়। কিন্তু ততক্ষণে আগুন পাশের একটি গুদামেও ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনের শিখা আর কালো ধোঁয়া চোখে পড়ে রাজভবনের কর্মীদের। আগুন দেখে রাজ্যপাল সিভি আনন্দ বোস উদ্বিগ্ন হয়ে রাজভবন থেকে বেরিয়ে আসেন রাস্তায়। নজর রাখেন পরিস্থিতির ওপর, আগুন নেভানোর কাজের তদারকিও করেন।
এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আসেন স্থানীয় কাউন্সিলর। মেয়র ফিরহাদ হাকিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
খবর পেয়ে দমকলমন্ত্রী সুজিত বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছুটে আসেন। দমকলমন্ত্রীর নির্দেশে দমকল বিভাগের ৫৫ ফুট উঁচু একটি মই নিয়ে আসা হয় যাতে যে অংশে আগুন লেগেছে সেখানে সহজে পৌঁছনো যায়।
তবে শরাফ হাউসের যে অংশে আগুন লেগেছে সেটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। (EVM News)