প্রথম

লাবনী চৌধুরী, ২৫ অক্টোবর: প্রথম স্থানে ডি’কক | কোহলিকে টোপকে গেলেন কুইন্টন

ফুল ফরমে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। বিশ্বকাপে খেলা ৫ টি ম্যাচের মধ্যে ৩ টি তে ম্যাচে সেঞ্চুরি করেছেন এই ল্যেফটি ব্যাটসম্যান। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান করে তালিকার শীর্ষে কুইন্টন ডি’কক। ৫টি ম্যাচে ৪০৭ রানের ঝোড়ো ইনিংসের ঝরে পেছনে পড়ে গিয়েছেন বিরাট কোহলি। যদিও কোহলির ঝুলিতে মাত্র ৩৫৪ রান। 


তালিকার শীর্ষে ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে রোহিতকে টোপকে প্রথম স্থান দখল করে নেন কোহলি। এবার তাঁকে পেছনে ফেলে সেই তালিকার প্রথমে জায়গা ছিনিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। ডি’কক-এর ঝুলিতে রয়েছে ৩ টি সেঞ্চুরি। আর সেই জায়গায় কোহলি ও রোহিত দু'জনেরই একটি করে শতরান। 
‘দুর্গারত্ন’ পুরস্কার ঘোষণা রাজ্যপাল সিভি আনন্দ বোসের

মোট ৪০৭ রান করে প্রথমে স্থানে কুইন্টন ডি’কক। দ্বিতীয় স্থানে  বিরাট কোহলির ঝুলিতে ৩৫৪ রান। ৩১১ রান করে তৃতীয় স্থানে রোহিত শর্মা। আর চতুর্থ স্থানে ৩০২ রান করে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। 


তবে এটিই সম্ভবত কুইন্টন ডি’কক- এর শেষ বিশ্বকাপ। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার আগের দিনই ডি’কক জানিয়ে দেন, বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করবেন। যদিও এর আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার ল্যেফটি ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর