প্রত্যন্ত

ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: প্রত্যন্ত গ্রাম থেকেই যাত্রা শুরু ভারত সরকারের ক্ষুদ্র ব্যাঙ্কের

শুরু হল বঙ্গীয় উন্নয়ন নিধি লিমিটেড নামে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্তৃক অনুমোদিত ব্যাঙ্কের যাত্রা। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে ব্যাঙ্কের উদ্বোধন করেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ সাধন পিঠের কর্ণধার বিভাস চন্দ্র অধিকারী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য, বিশিষ্ট প্রাক্তন শিক্ষক প্রভাকর অধিকারী, অভিনেত্রী মোহিনী দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বড়দিনে বাধ ভাঙা ভিড় রমনাবাগান জুলজিক্যাল পার্কে

বিভাস অধিকারী বলেন, “আমাদের এলাকার কাছাকাছি কোনো ব্যাঙ্ক নেই। দূরদূরান্তে ব্যাঙ্ক থাকলেও ব্যাঙ্কের নতুন খাতা খুলতে কিংবা টাকা জমা দিতে গেলে বাইরে বসে থাকা কাউকে ১০ টাকা দিয়ে ফর্ম ফিলাপ করে তবে জমা করতে পারেন। আমরা এখানে একটা ক্ষুদ্র ব্যাঙ্কের উদ্বোধন করলাম। এই ব্যাঙ্কে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না। সব ঠিকঠাক চললে আমরা নাবার্ডের সাহায্যে গরিব মানুষকে স্বল্প সুদে ঋণ দিতে পারবো। আমরা এই ব্যাঙ্কের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে স্বাবলম্বী করব”। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর