পুস্তক

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: পুস্তক প্রকাশনী অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন


মঙ্গলবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো পুস্তক প্রকাশনী অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন। মঙ্গলবার সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার আন্তর্জাতিক মানসম্পন্ন যৌথ সংকলন শারদাঞ্জলি প্রকাশ অনুষ্ঠান ছিল, এদিন স্বাগত ভাষণ দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপঙ্কর বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক শ্যামল চক্রবর্তী।

ধান কিনতে দিতে হচ্ছে অতিরিক্ত ধলতা | প্রতিবাদে কৃষকেরা

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপঙ্কর বর্মণ বলেন, কল্পনার জাল বিছাতে বিছাতে সাহিত্য রূপের ক্ষুদ্র সরোবরটি ক্রমে সুগভীর বিস্তীর্ণ ভাবসাগরে পরিণত হচ্ছে। অবাক বিস্ময়ে দূরের সূর্য সাহিত্য পাহাড়ের চূড়া হতে উজ্জ্বলতাময় তারকারা তাকিয়ে দেখছেন। বাংলা সাহিত্যের রূপ রস গন্ধ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যা পাঠকের মনকে ক্রমশই নাড়া দিয়ে চলেছে। সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকা ক্রমশ দেশ-বিদেশে সমাদৃত হচ্ছে। সমীর কুমার ভৌমিক বলেন, দীপঙ্কর বর্মনের তুলনা হয়না। জল জঙ্গলের কঠিন জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে এরকম একটি সৃজনশীল মন সত্যিই বিরল।

সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকাতে লিখেছেন রঞ্জিত কুমার পড়িয়া, কাজল মৈত্র, শুভ্রাচার্য মন্ডল, দীপশিখা মন্ডল, প্রজ্বল রায় চৌধুরী, দীপঙ্কর নায়েক, শ্যামল চক্রবর্তী, মধুমিতা বসাক, আনারুল ইসলাম প্রামানিক, কণিকা সরকার, রুপালি গোস্বামী, সুশীল বন্দ্যোপাধ্যায়, কুসুম কলিতা, রুজিনা বেগম, মদন চক্রবর্তী, সাবিত্রী নন্দী, মনোজ মাইতি, শ্যামল রায় বসুনিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজয় মুখার্জী। দেশ-বিদেশের কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর