কলকাতা

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: পুজো কার্নিভালে জমজমাট কলকাতার রেড রোড 

চারদিনের পুজোর পর দশমীতে দুর্গা প্রতিমার বিসর্জনের নিয়ম। আর সেই নিয়ম মেনেই কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ভাসান কার্নিভালে যেতে পারছে না। খোদ মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো, কলকাতার থিম পুজোর অন্যতম পুরোধা সঙ্ঘশ্রীই কার্নিভালে যাচ্ছে না। এই পুজোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়েরও যোগ  রয়েছে। কিন্তু পুজোর উদ্যোক্তারা পাড়ার মানুষের আবেগকে স্বীকৃতি দিয়ে দশমীর দিনে ভাসান দিয়েছে সঙ্ঘশ্রী।

কার্নিভালে আমন্ত্রিত নন রাজ্যপাল আনন্দ বোস!

এছাড়া দশমীতে ভাসানরীতি মেনে কার্নিভালে নেই বাগবাজার, ম্যাডক্স স্কোয়ারের মতো সাবেকি পুজো। শুক্রবার কার্নিভালে যাচ্ছে না মুদিয়ালির পুজো।

টালা প্রত্যয়ও এই কার্নিভালে অংশগ্রহন করতে পারবে না কারন তারা বৃহস্পতিবার তাদের প্রতিমা মণ্ডপেই গলিয়ে ফেলবে। মণ্ডপে ঢোকার মুখে রাখা ফাইবারে দুর্গা প্যানেল ও নটরাজের মূর্তি নিয়ে তারা কার্নিভালে অংশ নেবে।

অন্যদিকে গতবারের মতো এবারও থাকছে না প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একডালিয়া এভারগ্রিন। উদ্যোক্তারা জানিয়েছে, সম্পাদক গৌতম মুখোপাধ্যায় ও সহ-সভাপতি তরুণ বন্দ্যোপাধ্যায় সদ্য মারা যাওয়ায় শোকের আবহে তারা কার্নিভালে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিমার উচ্চতার কারণে কার্নিভালে যাচ্ছে না টালা বারোয়ারি। তবে এবার পুজো কার্নিভালে হাজির থাকছে একদা পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ।

অনেকে থিমের প্রতিমা করলেও মণ্ডপেই পুজো করেন সাবেকি একচালার প্রতিমাকে। সেই প্রতিমাকে দশমীতে বিসর্জন দিয়ে থিমের প্রতিমাকে নিয়ে এবার কার্নিভালে অংশ নেবেন। তাছাড়া পুজো উদ্যোক্তাদের মতে থিমের ঠাকুর বেশি দিন ধরে রেখে দেওয়াতে অনেক খরচ। তার কার্নিভালের খরচও মাথা ব্যথার কারণ হয়েছে অনেক পুজো উদ্যোক্তাদের। একদিন ট্রেলার ভাড়া অনেক। কার্নিভালের অংশ নিতে গিয়ে পুজোর বাজেট দুই-তিন লক্ষ বাড়ে। এ সব সত্বেও পুলিশ মনে করছে প্রায় ১০০ কাছাকাছি পুজো এবারের কার্নিভালে অংশ নেবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর