ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: পুজোর ফুলে ভেষজ আবীর
ব্যবহার করে ফেলে দেওয়া পুজোর ফুল এবার কাজে লাগাতে চায় বিধাননগর পুরনিগম। পুজোর ফুল যাতে ব্যবহারের পর বর্জ্য হিসাবে ফেলে না দেওয়া হয় সেই দিকেই গুরুত্ব দিচ্ছেন বিধাননগরের পুরকর্তারা। ব্যবহৃত ফুল থেকে এবার তৈরি করা হবে ভেষজ আবীর ও রং। পুজোর পরে ব্যবহৃত ফুল বর্জ্য সংগ্রহের গাড়িতে ফেললে জরিমানা করা হবে ২৫০ টাকা। সেই ফুল দিয়ে এবার তৈরি হবে রং ও আবীর। আর এর ফলেই একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি অন্যদিকে কাজে লেগে যাবে বর্জ্য ফুল।
ইতিমধ্যেই এই ব্যাপারে ফুল পুনর্ব্যবহারের জন্য হাওড়ার একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বিধাননগর পুরনিগমের। এক পুরকর্তার মতে, ক্রমশই তাঁদের এলাকায় মানুষের বসবাস বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে জঞ্জাল। এর মধ্যে যদি ব্যবহৃত ফুল পুনর্ব্যবহারের যোগ্য করা যায় তবে পরিবেশ বাঁচবে। না হলে দূষণ সীমাহীন মাত্রায় পৌঁছাবে। এই পরিকল্পনা শীঘ্রই বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুরকর্তারা। ইভিএম নিউজ