ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মার্চঃ মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে আপাতত কোন পদক্ষেপ নিতে পারবেনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।কিন্তু তার বিরুদ্ধে চলা বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত একটি মামলায় তদন্তের অগ্রগতি রদ করা যাবেনা বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
কিছুদিন আগেই পিনকন ও টাওয়ার গ্রুপের বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত একটি মামলায় কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের জন্য সেই সময় সঞ্জয়ের আলিপুরের বাড়িতেও হানা দিয়েছিল ইডির তদন্তকারী অফিসাররা। টানা ২২ ঘন্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ। সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্যও বটে।
সঞ্জয়কে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, “সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল”।মমতা আরও বলেন, “কারোর হয়ে মামলা লড়লে টাকা নিতেই পারে। একটা মামলায় ও টাকা ফেরত দিয়েছে”।
এই ঘটনার পর গ্রেফতার হতে পারেন , তা বুঝতে পেরে আগেভাগেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয়।আজ বুধবার তার করা সেই আবেদনের ভিত্তিতে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে জানিয়ে দেন, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয়কে কোনও নোটিস দিতে পারবে না ইডি।এমনকি কোন নথি বাজেয়াপ্ত করতেও পারবেন না কেন্দ্রীয় তদন্তকারীরা।