পরিবেশ

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর: পরিবেশ বান্ধব মণ্ডপে জন প্লাবন 

অষ্টমীর সন্ধ্যায় জন প্লাবন ডায়মন্ড হারবার শহরে। থিমের নিরিকে কলকাতাকে টক্কর দিচ্ছে ডায়মন্ড হারবার পুরতন বাজার সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি।

অষ্টমীর অঞ্জলি দিতে কুনাল ঘোষের মণ্ডপে রাজ্যপাল

এবছর ৫৮ তম বর্ষে পদার্পণ করেছে এই পূজা। নেপালের একটি শিব মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। এই মণ্ডপ তৈরী ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিস।

থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা। এই মন্ডপের ঝুলিতে এসেছে একের পর এক শারদ সম্মান।

অষ্টমীর সন্ধ্যায় জন প্লাবন দেখে দিয়েছে পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পূজা মন্ডপে। এই বিষয় এই পুজো কমিটির অন্যতম সদস্য সুমন দাস জানান, ডায়মন্ড হারবার শহরে বেশ কয়েকটি থিমের দুর্গা পূজা কমিটির মধ্যে পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটিও রয়েছে।

ডায়মন্ড হারবার মানেই পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসব। এবছরে আমাদের ভাবনা নেপালের একটি শিব মন্দির। এই মন্ডপ তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস আমরা ব্যবহার করেছি। এই পূজা মন্ডপের মাধ্যে দিয়েই পরিবেশ সচেতনতার উপর সাধারণ মানুষকে বার্তা দিতে চাই। আমাদের এই পুজো মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। জানান পুজো কমিটির সদস্য সুমন দাস। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর