স্ত্রী

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: পরিচারিকার রহস্য মৃত্যু| বাড়ির শৌচাগার থেকে উদ্ধার দেহ

 

ঠাকুরপুকুরে পরিচালিকার রহস্য মৃত্যু। বাড়ির শৌচাগার থেকে উদ্ধার দেহ। জানা গিয়েছে মৃতার নাম পিঙ্কি ভট্টাচার্য। তার বয়স ৩৩ বছর। মৃতার স্বামী ইলেকট্রিক সাপলাইয়ের অফিসে কাজ করেন। তাদের দুটি মেয়েও রয়েছে। মৃতার স্বামীর বক্তব্য, পিঙ্কি প্রতিদিন মদ্যপান করতেন। এই কারনে তার স্বামীর ব্যাগ থেকে সে টাকাও চুরি করে।

 

তার স্বামী আরও জানায় যে পিঙ্কি পরিচারিকার কাজের সাথে সাথে রান্নার কাজও করতো। যেইখানে সে কাজ করতো ঠাকুরপুকুরের সেই ১১৩/গভর্মেন্ট কলোনি থেকেই তার দেহ উদ্ধার হয়।

বি এল ও যখন ঢাকি তখন ভোটার তালিকার কাজে কতটা ফাঁকি?

ভোর সাড়ে ৫ টা নাগাদ বাড়ির মালিক তার স্বামীকে এসে জানায়, যে রাতে তার স্ত্রী বাথরুমে পরে গিয়েছিলো। সে সেখান থেকে তাকে তুলে এনে বাড়ির মেঝেতে শুইয়ে রাখে। এরপর তাকে প্রশ্ন করা হয় যে রাতে যখন এই ঘটনা ঘটেছে তখন তাকে জানানো হয়নি কেন? উত্তরে তিনি বলেন, রাতে তিনি অনেক বেশি মদ্যপান করে ফেলেছিলেন। তাই এখানে এসে জানাতে পারেননি। এরপর মৃতার স্বামী ও বড় মেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে যে ওই মহিলা মৃত অবস্থায় পরে আছে।

 

এরপর তারা ঠাকুর পুকুর থানায় খবর দেয়। পুলিশ এসে বাড়ির মালিককে সন্দেহের বশে গ্রেফতার করে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর