দুর্নীতি

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: নিয়োগ দুর্নীতিতে হাজিরা বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। আগেই নোটিস গিয়েছিল সিবিআইয়ের তরফে। সেই নোটিসেই বুধবার তলব করা হয় বিভাস অধিকারীকে। এদিন দুপুর ২টো নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন বিভাস।

মেজঠাকুরণের বিসর্জনে বিশাল আড়ম্বর! মশালের আলোতে দেবীর বিসর্জন 

আগেও একাধিকবার নোটিস গেলেও হাজিরা এড়িয়েছিলেন বিভাস। সূত্রের খবর, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বিভাস অধিকারীর। অনুব্রত মন্ডলের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা। উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগে বিভাসের যোগ ছিল বলে দাবি তদন্তকারীদের।

মানিক ভট্টাচার্যের যোগে একাধিক B.Ed কলেজে অনুমোদনেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, বিভাসের নলহাটির বাড়ি ও কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কলকাতার ফ্ল্যাটও সিল করে দেয় ইডি। বিভাস নিজে একাধিক বি.এড কলেজের মালিক বলে খবর মেলে।  এমনকি জোর করে জমি দখলের অভিযোগও রয়েছে বিভাসের নামে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর