ব্যুরো নিউজ, ২২ অক্টোবর: নিম্নচাপের জেরে মেঘলা আকাশ! নবমী-দশমীতে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ২২ তারিখ নাগাদ নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে বলে আশঙ্কা। তবে এটি বাংলাদেশের দিকে ঘুরে যাবে। নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়।

আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ২২ তারিখ অর্থাৎ দুর্গা পুজোর নবমীতে উপকূলবর্তী এলাকায় হতে পারে বৃষ্টি। জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। চব্বিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে। তবে ২৬ তারিখের পর থেকে বৃষ্টিপাত কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আলিপুর সর্বজনীনে থিমে চমক ‘মগের মুলুক’

কলকাতার ক্ষেত্রে আজকে পরিষ্কার থাকবে আকাশ, আগামিকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। ২৪ ও ২৫ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২৬ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হতে থাকবে।

২৪ ও ২৫ তারিখ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিশেধাজ্ঞা জারি করা হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর