ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর: নিমতলা ঘাট পরিদর্শনে রাজ্যপাল

দশমীর সন্ধ্যায় নিমতলা ঘাট পরিদর্শনে এলেন রাজ্যপাল। সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পূর্বে নিমতলা ঘাটে এলেন রাজ্যপাল আনন্দ বোস।
কোনও প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলেন তিনি। এদিন রাজ্যপালের বক্তব্যে জানাগেল পর্যাপ্ত ব্যবস্থাপনায় সন্তুষ্ট তিনি। পর্যাপ্ত আলো, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার ব্যবস্থা, সমস্ত বিষয়েই তিনি একপ্রকার খুশি বলেই জানা গেল। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								

















