ব্যুরো নিউজ, ১০ ডিসেম্বর: নিখোঁজ নাবালিকাকে পুলিশের হাতে তুলে দিল ছেলের পরিবার 

ঘটনার সূত্রপাত প্রায় ১৭ দিন আগে। রাত দশটার নাগাদ প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠায় তার নাবালিকা প্রেমিকা। সেই মতো ওই যুবকও আসে মেয়েটির বাড়িতে। তখন মেয়েটির বাড়ির লোক ওই যুবককে মারধর করলে কোনওরকমে পালিয়ে বাড়ি আসে ওই যুবক, এমনটাই  জানায় ওই যুবকের বাড়ির লোক।

প্লেন দুর্ঘটনায় মৃত্যু সৌদি রাজপুত্রের

ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নুরপুর অঞ্চলের খুমরী এলাকায়। নুরপুর-খুমড়ির বছর কুড়ির ইপ্তেকার আলীর প্রেমের সম্পর্ক ছিল রতুয়া আইল পাড়া কলোনির ১৬ বছরের মঞ্জুরা খাতুন এর সাথে। সেদিন ইপ্তেকারকে মারধর করার পর মঞ্জুরাকেও মারধর ও অত্যাচার করে তার পরিবারের লোকেরা। সে জানায়, তাদের প্রেমের সম্পর্ক মানতে রাজি ছিল না তার পরিবার।

কয়েকদিন পর গত ২৫ নভেম্বর নিখোঁজ হয়ে যায় মঞ্জুরা।  নাবালিকার পরিবার ইপ্তেকার আলীর পরিবারের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে রতুয়া থানায়। এরপর  ৯ ডিসেম্বর শনিবার সকাল দশটা নাগাদ ইপ্তেকারের বাড়ি নুরপুর খুমরিতে আসে মঞ্জুরা। সঙ্গে সঙ্গে ইপ্তেকারের পরিবার পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইপ্তেকারের বাড়িতে আসে  বিশাল পুলিশ বাহিনী। তখন ইপ্তেকারের পরিবারের সদস্যরা ওই নাবালিকাকে তুলে দেয় পুলিশের হাতে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর