ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: নিউজিল্যান্ডকে ধুয়ে দিল প্রোটিয়ারা | ১৯০ রানে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা ভারতের পর এবার বিশ্বকাপের শেষ চারের পথে দক্ষিণ আফ্রিকা। বুধবার পুণের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ডকে হেলায় হারাল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শতরান করেন কুইন্টন ডি’কক ও রসি ভ্যান ডার দুঁসে। ম্যাচ চেস করতে নেমে ৩৫.২ ওভারে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১৯০ রানে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। শহরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম বিশ্বকাপের আগেই একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন কুইন্টন ডি’কক। নিজের সিদ্ধান্তে যদি অনড় থাকেন, তাহলে এটাই শেষ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যানের। তবে অবসরের আগে দুর্দান্ত ফরমে আছেন ৩০ বছরের এই ক্রিকেটার। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে চারটি শতরান করে ফেলেছেন তিনি। যার সর্বশেষটি এসেছে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই বড় রানের লক্ষ্য নিয়ে খেলে দক্ষিণ আফ্রিকা। অনবদ্য ব্যাটিং করেন কুইন্টন। ১১৬ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুইন্টন ডি’কক। ডি’ককের পার্টনার হলেন আগ্রাসী মেজাজে তিন নম্বরে খেলতে নামা ভ্যান ডার দুঁসে। ১১৮ বলে ১৩৩ রান করলেন দুঁসে। চলতি বিশ্বকাপে মোট আটটি শতরান করে শ্রীলঙ্কার রেকর্ড ছুঁল দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৩৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩৫৮ রান তাড়া করতে নেমে রীতিমত হাবুডুবু খেতে হয় নিউজিল্যান্ডকে। ক্রমাগত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। মাত্র ২ রান করে ফিরে আসেন ওপেনার ডেভন কনওয়ে। অন্য ওপেনার উইল ইয়ং করেন ৩৩ রান। ২৫ ওভারে ১০৯ রানে ৭ উইকেট হারায় গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে সুবিধে করতে পারেননি কোনও ব্যাটারই। ৩৫.৩ ওভারে ১৬৭ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ