ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর: নবমীর কুমারী পুজোয় শুভেন্দু অধিকারী
হিষাদলের ঘাগরা গ্রামে সুন্দরানন্দ মহাশয়ের বাড়িতে মহানবমী তিথিতে হয় কুমারী পুজো। আজ এই কুমারী পুজোয় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী।
জোয়াদ্দার পরিবারের পুজোর ঐতিহ্য!
এদিন তিনি সকলকে পুজোর শুভেচ্ছা জানান। বিজেপি নেতৃত্ব সুন্দরানন্দ মহাশয়ের বাড়ির কুমারী পুজো উপস্থিত হয়ে দেবী দুর্গাকে প্রনাম করেন পাশাপাশি কুমারী পুজোয় পূজিতা হওয়া ছোট্ট কন্যাটিকেও ফুল দিয়ে প্রনাম করেন।
সুন্দরানন্দ মহাশয়েরও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সুন্দরানন্দকে সকলে দাতা হিসাবেই চেনেন, তিনি সকলের আপদে-বিপদে পাশে দাঁড়ান।
এছাড়াও, পুজোয় নিম্নচাপের জেরে বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গে খুব বেশি ক্ষয়-ক্ষতি হবে না বলেই আসা করছেন শুভেন্দু অধিকারী। ইভিএম নিউজ