কার্নিভাল

রাজীব ঘোষ, ২৪ অক্টোবর: দেখুন এবার পুজোর কার্নিভাল মেট্রোর নাইট সার্ভিসের সাথে 

দুর্গাপূজো শেষ লগ্নে। পুজো, খাওয়া দাওয়া, বেড়ানো, ঠাকুর দেখা, আড্ডা, সবকিছুই একটু একটু করে পিছনে ফেলে চলে এলো বিজয়া দশমী। আবার এক বছরের অপেক্ষা। তবে দুর্গাপুজোয় দশমী এগিয়ে আসতেই পুজোর নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে কলকাতা জুড়ে সাজো সাজো রব। তার কারণ, আগামী ২৭ তারিখ শুক্রবার, হতে চলেছে এই বছরের দুর্গা পুজোর কার্নিভাল। যার জন্য কলকাতার রেড রোডে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতার বড় মাপের পুজোগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক পুজো কমিটির দুর্গাপ্রতিমা এই রেড রোডের কার্নিভাল এর মধ্য দিয়ে নিরঞ্জনের দিকে এগিয়ে যাবে। যাতে এই পুজোর কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেই দিকেই নজর দিয়েছে এবার কলকাতা মেট্রো রেল।

কেন ট্রেনের প্রথমে ও শেষেই থাকে জেনারেল কোচ?

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ২৭ তারিখ শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো। ২৩৪ টির জায়গায় ২৫২ টি মেট্রো রেল পরিষেবা পাবেন যাত্রীরা। মেট্রো ব্লু লাইনে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ করিডোরে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। প্রথম মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ভোর ৬টা ৫০ মিনিটে ছাড়বে। আর দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ওই একই সময়ে ছাড়বে, ভোর ৬টা ৫০ আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে।

আবার রাতের দিকের সূচি দেখলে দেখা যাবে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো রাত ৯ টা ২৮ এর জায়গায় ছাড়বে ১০ টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১১ টায়। আবার দমদম থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো ছাড়বে ১১ টা ১০ মিনিটে, আর কবি সুভাষ থেকে দমদমের দিকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিট এর পরিবর্তে ১১টা ১০ মিনিটে। এবারও আগের বারের মতো পুজো স্পেশাল সার্ভিস দিচ্ছে কলকাতা মেট্রো। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর