ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: দুয়ারে সরকার কর্মসূচীতে শাড়ি বিলি | পাত পেড়ে খাওয়ানো হলো মাংস ভাত
‘দুয়ারে সরকার’ কর্মসূচীর শিবিরে এইবার মহিলাদের শাড়ি বিলি করা হলো। শাড়ি বিলি করাই শুধু নয়। পাত পেড়ে লোকজনকে মাংস-ভাতও খাওয়ানো হলো। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ ব্লকের বেঁওতা ২ পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া প্রাথমিক স্কুলের মাঠে ওই শিবিরে এমন দৃশ্যই দেখা গেল। এরপর এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও দেখা গিয়েছে। এদিন শিবিরে উপস্থিত অন্তত হাজার দুয়েক মানুষ ভাত, ডাল, পটল চিংড়ি, আলুভাজা, মাছ, মাংস, চাটনি ও পাঁপড় খান। ৪০০ মহিলাকে নতুন শাড়ি দেওয়া হয়। বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি কোন সরকারি আয়োজন নয়। প্রধান নিজের উদ্যোগে এটি আয়োজন করেছেন”।
সাগরদীঘির বিধায়কের বাড়ি ও হাসপাতালে আয়কর হানা
প্রধান তৃণমূলের সাবির শেখ বলেন, “সকাল থেকে গ্রামের মানুষ পরিষেবা পেতে শিবিরে এসেছিলেন। অনেকের বাড়িতেই উনুন জ্বলেনি। সে কথা ভেবেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এলাকার ৪০০ শিক্ষিত মহিলাকে কাজে লাগানো হয়েছিল। উপহার হিসেবে তাঁদের শাড়ি দেওয়া হয়েছে”। ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, “দুয়ারে সরকার শিবিরে মানুষ আবেদন করে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আর শিবিরে কেউ আসেন না। লোক টানতেই এইসব করা হচ্ছে”। সিপিএমের রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ বলেন, “দুয়ারে সরকার করে মানুষকে বোকা বানানো হচ্ছে। মানুষের মন পেতে এই ব্যবস্থা করা হয়েছে”। ইভিএম নিউজ