ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: ‘দিল্লি চলো ২০০৯-এর মুক্তির কথা বলো‘
১৪ বছর ধরে বঞ্চিত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীরা। এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে রাজভবন অভিযানে বঞ্চিত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ।
ডায়মন্ড হারবার থেকে চাকরিপ্রার্থীরা আসেন শিয়ালদা স্টেশনে। সেখান থেকে চাকরি প্রার্থীরা যান রাজভবনের উদ্দেশ্যে। পুরনো ১৪ বছরের মেরিট লিস্ট ঠিকমতো দেখার পাশাপাশি ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশের দাবিতে রাজভবন অভিযান করেন ২০০৯-এর বঞ্চিত যোগ্য প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ।
এদিন ‘দিল্লি চলো ২০০৯-এর মুক্তির কথা বলো’, ‘লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই’, ‘১৪ বছরের সংগ্রাম, চাঁদে যায় বিক্রম’ এই রকম একাধিক শ্লোগান তুলে শিয়ালদা থেকে রাজভবন অভিযান করে বঞ্চিত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ। ইভিএম নিউজ