ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: ‘তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহা’
“তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মত।” ইডি, সিবিআই মন্ত্রীদের বাড়িতে হানা দেওয়া নিয়ে রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, “অ্যাটেনশন পেতে বিজেপির নেতারা ২ ঘণ্টা পর পর সাংবাদিক বৈঠক করছে। কীভাবে শিরনামে থাকা যায়।”
এরই পাশাপাশি অভিষেক আরও বলেন, “তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহা। যত পোরাবেন, যত প্রহার করবেন, যত আঘাত করবেন, তত শক্তিশালী হবে।”
এদিন ইডির বিরুদ্ধে অভিযোগ আনেন অভিষেক। রথিন ঘোষের বাড়িতে ইডির হানা প্রসঙ্গে বলেন, “রথিন ঘোষের বাড়িতে খাটে শুয়ে ইডি আধিকারিকরা খুমাচ্ছিলেন,” এমনটাই নাকি অভিষেককে জানিয়েছেন রথিন ঘোষ। ইভিএম নিউজ