তৃণমূল

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে সিবিআই তল্লাশি 

গতকাল কলকাতায় সভা করেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর ঠিক তাঁর পরের দিনই সকাল থেকে  শহর কলকাতার একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে সিবিআইয়ের তল্লাশি অভিযান। এবার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে শুরু হয়েছে তল্লাশি।

শাহকে চিঠি সায়নীর | কী লিখলেন যুব নেত্রী?

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এই কাউন্সিলর। এদিন সকালে পাটুলিতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বেল বাজিয়ে, পরিচয় দেওয়ার পরেও, প্রায় ১৮ মিনিট বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা হয় সিবিআই অফিসারদের।

এরই মধ্যে পাশের বাড়ির ছাদে উঠে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর বাপ্পাদিত্য নিজেই এসে গেট খুলে সিবিআই অফিসারদের ভিতরে নিয়ে যান। এরই মাঝখানে, কাউন্সিলরের সঙ্গে কথা বলার জন্য আসেন তারা আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর