ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর: টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি | শর্ট সার্কিটে মৃত্যু পড়ুয়ার
বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি। শর্ট সার্কিটের জেরে মৃত্যু হল কলেজ পড়ুয়ার। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বড়ুই গ্রামের ঘটনা।
রেল ব্রিজের রাস্তায় জল | সমস্যায় সাধারণ মানুষ
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ পড়ুয়ার নাম জিৎ দাস (১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বড়ই গ্রামে। জানা গিয়েছে, মৃত কলেজ পড়ুয়ার বাবা মঙ্গল দাস ব্যবসার সূত্রে টোটো কিনেছিলেন। বাবার সেই টোটো দুপুরে বাড়িতে চার্জ দিচ্ছিল জিৎ।
হঠাৎই চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই কলেজ পড়ুয়ার। এরপর স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক ওই কলেজ পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা সহ গোটা পরিবার। ইভিএম নিউজ