পুরস্কার

ব্যুরো নিউজ, ১৩ ডিসেম্বর: টাকা সরাতে সাহায্য করলে ‘পুরস্কার’ সরকারি চাকরি! 

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল অর্থাৎ মঙ্গলবার বালুর বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট জমা দেয় ইডি। সেই চার্জশিটে একাধিক চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে রয়েছে ১২ জনের নাম। তারমধ্যে বাকিবুর রহমানের নামও রয়েছে। পাশাপাশি  ১০টি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে পাঁচটি বাকিবুরের ও বাকি পাঁচটি জ্যোতিপ্রিয় মল্লিকের।

ICCU থেকে এবার কেবিনে কাকু!

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ইডি-র চার্জশিটে রেশন দুর্নীতি মামলায় চালকল মালিক বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাসের নামও উঠেএসেছে। চার্জশিটে উল্লেখ করা  হয়েছে, বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাসকে বন দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। ইডি-র দাবি বালুর সুপারিশেই চাকরি হয়েছিল অভিষেকের। বালুর নিয়ন্ত্রণে থাকা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর টাকা যায় অভিষেকের কাছে। সেই টাকা পরবর্তীতে অন্যত্র সরিয়ে দেন বাকিবুরের শ্যালক। তারই ‘পুরস্কার’স্বরূপ জ্যোতিপ্রিয় চাকরি দেন অভিষেককে।

রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। ইডি-র দাবি, বাকিবুরের স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর