ইভিএম নিউজ ব্যুরো, ২১ এপ্রিলঃ(Latest News)জলের সমস্যায় জেরবার ইংরেজবাজার পৌরসভার ২৫নম্বর ওয়ার্ড কুলি পারা এলাকার সাধারণ মানুষ।  যে এলাকায় পৌরসভা সেই এলাকাতেই জলের অভাব? হ্যা। এই ছবিই সামনে এসেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলি পারা এলাকায়।

সমস্যাটা বহুদিনের। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার ভোট আসলেই নেতারা প্রতিশ্রুতি দেয়। মানুষ বিশ্বাস করে ভোটও দেয়। কিন্তু সমস্যার সমাধান? কিছুই হয়নি। পৌরনাগরিকরা বলেছেন, ‘পঞ্চায়েত এলাকাতেও এমন জলের সমস্যা নেই যা আমাদের পৌরসভা এলাকায় রয়েছে। একপ্রকার নিরুপায় হয়েই কিনে খেতে হচ্ছে জল।

টিউবওয়েলের জলে আইরন থাকে।তাই সেই জল খেলে অসুস্থ হয়ে পড়ে অনেকেই। গরম এবং শীত সারা বছরই আমাদের এই কষ্ট’।

বিরোধী কাউন্সিলরদের বক্তব্য, এই সরকার খেলা ,  মেলা করতে গিয়েই শেষ হয়ে গিয়েছে। পৌরসভার পিছিয়ে পড়া ওয়ার্ড গুলির জন্য টাকা বরাদ্দ করছে না। পৌর নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কোন অর্থ বরাদ্দ করেনা। যদিও পৌরসভার চেয়ারম্যান এর দাবি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

এই এলাকায় নেই কোন ট্যাপ কল। যদিও এই সমস্যা বহু বছর ধরে চলে আসছে। পাঁচ বছর আগে‌ ট্যাপ লাইনের পাইপ বসে গেলেও জল বাড়িতে বাড়িতে এখনও পর্যন্ত পৌঁছায়নি। রীতিমতো এলাকার মহিলারা পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জলের সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। ইতিমধ্যেই নতুন পাইপলাইন বসানো হয়েছে। আশা করা যায় পুজোর অনেক আগেই ২৫ নম্বর ওয়ার্ডের জলের সমস্যা মিটে যাবে। ( EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর