ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: জন্মদিনেই বিরাট রেকর্ড! ইডেনেই সচিনের রেকর্ড ছুলেন কোহলি
এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিরাট কোহলি।
মোদীর বিরুদ্ধে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ করার অভিযোগ তৃণমূলের
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৪৫২ ইনিংসে সচিন তেন্ডুলকর ৪৯টি শতরান করেছিলেন। আর বিরাট কোহলি সেই রেকর্ড স্পর্শ করলেন মাস্টার ব্লাস্টারের থেকে অনেক কম ইনিংসে। ওডিআইতে বিরাটের ৪৯তম শতরান এল ২৭৭ ইনিংসে। কোহলির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের এটি ৭৯তম শতরান।
৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে ইডেন গার্ডেনের মাঠে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁলেন সচিন তেন্ডুলকরের নজির। এর পাশাপাশি ইডেনে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রান টার্গেট বেঁধে দিল ভারত। ইভিএম নিউজ