ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়: ব্রাত্য
মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের খাল বিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসবে যোগ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব। সেখানে গিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, চৈতন্যদেব কোনও দিনও বিভাজনের রাজনীতি করেননি। চৈতন্যদেবের উত্তরাধিকারী যদি বাংলায় কেউ থেকে থাকেন তা হলে তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”।
রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে দীর্ঘদিন ধরে চলে আসা এই উৎসব এবছরও মহা ধুমধামে আয়োজিত হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, প্রাকৃতিক সম্পদকে বাঁচানো ও লোক সংস্কৃতিকে সামনে রেখে মন্ত্রী স্বপন দেবনাথ গোটা বিষয়টাকে যেভাবে উৎসবের আকারে তুলে ধরেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার মানুষের উদ্যেশ্যে তিনি জানান, সবুজকে বাঁচান, প্রকৃতির সম্পদকে বাঁচান। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্ব বাংলার স্বপ্ন দেখছেন, আপনাদের জন্যই তা সফল হতে পারবে। ইভিএম নিউজ