ঘুরতে

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: ঘুরতে এসে দুর্গতি! 

চরম খারাপ অভিজ্ঞতা নিয়ে পুলিশ প্রশাসনের সাহায্যে পাহাড় থেকে সমতলে নামছেন পর্যটকরা। পেলিং থেকে গ্যাংটক যাওয়ার কথা ছিল সিউড়ির কাজল কুমার চক্রবর্তী ও তার পরিবারের। কিন্তু সকাল থেকেই একের পর এক রাস্তা ভেঙে যাওয়ার খবর পেয়ে, শেষে শিলিগুড়ি ফেরার পরিকল্পনা করেন তাঁরা।

রাজভবনের নর্থ গেটে জন-জোয়ার

ফিরতে গিয়ে তিনি জানতে পারেন পেলিং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এরপরই স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিনি আরও একটি বিকল্প রাস্তার কথা জানতে পারেন। সেই মতো পেলিং থেকে জোরথাংয়ে পৌঁছান তাঁরা। সেখান থেকে বিজনবাড়ি, দার্জিলিং, কার্শিয়াং হয়ে শিলিগুড়ি ফেরেন কাজল কুমার চক্রবর্তীরা। ঘুরতে এসে এমন অবস্থার সম্মুখীন হতে হবে তিনি তা দুঃস্বপ্নেও ভাবেননি বলে জানান।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর