ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর: ঘরের কাছেই এক টুকরো মিশর!

মণ্ডপসজ্জায় মিশর! দেবী প্রতিমা থেকে পুজো প্যান্ডেল সব জায়গাতেই রহস্য মিশরের।
জোয়াদ্দার পরিবারের পুজোর ঐতিহ্য!

আনেকেরই ইচ্ছা জিবনে একবার মিশর ঘুরে দেখা। তবে সাধ আর সাধ্যের বিস্তর ফারাকে তা হয়ে ওঠাই দায়। তবে এবার মিশরে যেতে হবে না ঘরের কাছেই এক টুকরো মিশরকে তুলে আনল বেলঘড়িয়ার ১৭ পল্লির পুজো উদ্যোক্তারা। প্রাচীন মিশরীয় সভ্যতার এক ঝলক ফুটে উঠেছে বেলঘড়িয়ার ১৭ পল্লির দুর্গাপুজোয়।

বিশাল পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। পিরামিডের সামনে মণ্ডপ চত্বরের শোভা বাড়িয়েছে স্ফিংক্স। মিশরীয় উপকথায়, স্ফিংক্স হল অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ। অর্থাৎ নররুপে সিংহ। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি পিরামিড। 


মণ্ডপের ভিতরেও ছড়িয়ে রয়েছে মিশরীয় সভ্যতার একাধিক নিদর্শন। হায়রোগ্রিফিক লিপির আদলে সাজানো হয়েছে মণ্ডপের দেওয়ালগুলি। মণ্ডপ চত্বরে ঢুকলে মনে হতেই পারে, কোনও রহস্য উদঘাটন করতে আপনি পৌঁছে গিয়েছেন মিশরে। বেলঘড়িয়ার ১৭ পল্লির এই পুজো দেখতে ভিড়ও জমাচ্ছেন দর্শনার্থীরা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর