ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: গুজরাতে আদানির লগ্নি ২ লক্ষ কোটি টাকা
মোদী- শাহের রাজ্য গুজরাটে আবারও লগ্নি আসছে নতুন করে। সেখানে পরিবেশবান্ধব শক্তি ও অপ্রচলিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে গৌতম আদানির গোষ্ঠী।
Polycab ইন্ডিয়ার শেয়ার মূল্য কমলো ২২ শতাংশ
গত বুধবার সেই রাজ্যে ‘ভাইব্রান্ট গুজরাট’- এর সম্মেলনে ওই কথা জানিয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এর ফলে ১ লক্ষের ও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। আদানি জানান, তিনি প্রতিশ্রুতি দিলে তা রাখেন। গত বছর ওই সামিটে আদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৫৫ হাজার কোটি টাকা লগ্নির। এর মধ্যে ৫০ হাজার কোটি টাকারও বেশি লগ্নি তাঁরা করেছে।
প্রায় ২৫ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি ও আমরা রেখেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ তৈরিতে অপ্রচলিত শক্তি আরও উৎপাদনের জন্য তাঁরা গ্রিন সাপ্লাই চেন আরও প্রসারিত করেছেন। গুজরাটের বৃদ্ধি হচ্ছে তামা ও সিমেন্ট উৎপাদন। এছাড়া আরও উৎপাদন বাড়ানো হয়েছে সোলার প্যানেল, উইন্ড টারবাইন। আর এভাবেই গুজরাটকে অর্থনৈতিকভাবে আরও মজবুত করার লক্ষ্য নিয়েছেন তিনি। ইভিএম নিউজ