
আদানির হাইফা বন্দরে স্বাভাবিক পরিষেবা, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অক্ষত !
ব্যুরো নিউজ ১৬ জুন : ইসরায়েলের আদানি গ্রুপ-মালিকানাধীন হাইফা বন্দর সম্পূর্ণ সচল রয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আদানি গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) যুগেশিন্দর রবি সিং সোমবার তার এক্স হ্যান্ডেলে একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন। ক্ষয়ক্ষতির মিথ্যা দাবি খারিজ সিং বলেন, “কিছু ক্ষেপণাস্ত্রের টুকরো রাসায়নিক টার্মিনালে পড়েছিল কিন্তু কোনো আঘাতের ঘটনা ঘটেনি। বন্দরটি নিরাপত্তা চাহিদা পূরণের জন্য ইসরায়েলের