ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: খেলছেন না পান্ডিয়া | ষষ্ঠ বোলারে চমক ইন্ডিয়ার ইংল্যান্ড ম্যাচের আগে ষষ্ঠ বোলারের খোঁজে ভারতীয় দল। ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে ষষ্ঠ বোলারের খোঁজ, আর কাকে ষষ্ঠ বোলার করা হতে পারে তা নিয়েই জল্পনা। দিনাজপুরে ডাকবিভাগের নয়া ৩ টি শাখা চালু চোটের কারণে খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে ফের কবে ম্যাচ খেলতে পারবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আর হার্দিক না থাকায় সমস্যায় ভারতীয় দল। ব্যাটিংয়ের পাশাপাশি ষষ্ঠ বোলার হিসেবে হার্দিকের বিকল্প পাওয়া খুবই কঠিন। তবে টিম ইন্ডিয়া লখনউতে ষষ্ঠ বোলার হিসেবে ফ্যানেদের চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। এমনও মনে করা হচ্ছে ভারতীয় দলের ষষ্ঠ বোলার হিসেবে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। অনুশীলনের সময় নেটে দীর্ঘ সময় বোলিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বিরাটকে। কোহলির বলেই ব্যাটিং প্রস্তুতি সারলেন ওপেনার শুভমন গিল। ইতিমধ্যেই বিরাটের বোলিং প্র্যাকটিসের ছবি নেট দুনিয়ায় ভাইরাল। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হার্দিক পান্ডিয়ার চোট লাগে। আর চোটের কারণেই ওভারের বাকি ৩টি বল তিনি খেলতে পারেননি। পান্ডিয়ার পরিবর্তে খেলে ছিলেন কিং কোহলি। এবার কি তাঁর পরিবর্তে বল করতে দেখা যাবে কোহলিকে? ইভিএম নিউজ