কলকাতা

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: খাস কলকাতা বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

বুধবার সকালে দক্ষিণ কলকাতার গড়ফা এলাকার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো এক মহিলার মৃতদেহ। জানা গিয়েছে, মৃতার নাম মমতাজ বিবি। তার বয়স ৩৮ বছর। মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
পুলিশ সূত্রে খবর, তরুণী আদতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা। লিভ ইন সঙ্গীর সঙ্গে গড়ফার ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। আজ সকালে তরুণীকে ডাকাডাকির পরেও কোনও সাড়া পাননি বাড়িওয়ালা। এরপর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে তরুণীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এরপরই বাড়িওয়ালা পুলিশে খবর দেন।

কুসংস্কারের বলি ৫ বছরের শিশু

তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতার লিভ ইন সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর