ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি
পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সকাল থেকে চলে ইডির তল্লাশি অভিযান। অভিযান চলাকালীন কেন্দ্রীয় বাহিনির জওয়ানরা তাঁর গোটা বাড়ি ঘিরে রাখে। প্রায় ৫ টি গাড়ি করে আধিকারিকরা পৌঁছান খাদ্যমন্ত্রীর বাড়িতে। তাঁরা কিছু বোঝার আগেই আচমকাই বাড়িতে ঢুঁকে যান ইডির আধিকারিকরা। কাকভোরে এইভাবে মন্ত্রীর বাড়িতে ইডি হানায় রাজ্য ও রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পরে।
সুত্রের খবর, ইডি হানার সময় মন্ত্রী রথীন ঘোষ বাড়িতেই ছিলেন। মন্ত্রী সহ তাঁদের পরিবারের লোকেদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় এলাকাবাসী ইডির উপর ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, একজন স্বচ্ছ লোকের গায়ে কালি ছেটানোর জন্য এই তল্লাশি চালানো হয়েছে। উনি এইসব কাজ করতে পারেন না। এইটা কেন্দ্রের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ইভিএম নিউজ