ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: ক্রিকেটের টিকিট নিয়ে চলছে কালোবাজারি
চলছে বিশ্বকাপ। ইডেনের টিকিটের কালোবাজারি রুখতে তৎপর ময়দান থানা। ইডেনে ভারত ও দঃ আফ্রিকার টিকিট নিয়ে শুরু হয়েছে কালোবাজারি বলে অভিযোগ উঠলো। বহু চেষ্টা করেও ওই খেলার প্রাপ্য টিকিট পায়নি বলে ক্ষোভে ফেটে পরেছেন CAB এর বহু সদস্য। আর তারাই লিখিত অভিযোগ জানিয়েছে ময়দান থানায়। এর আগে সব খেলাতে CAB সদস্যদের টিকিট পেতে অসুবিধা হয়নি।
কিন্তু এবার দেখা গেলো তার ব্যাতিক্রমি ঘটনা। অনলাইনে বহু সদস্যই আপ্রান চেষ্টা করেছে। কিন্তু সিকে ছেরেনি তাদের ভাগ্যে। এই বিষয়ে অভিযোগ পেয়ে CAB সভাপতি স্নেহাশিশ গাঙ্গুলি জানান, যে ইডেনের টিকিটের ৫০ শতাংশ থাকে তাদের নিয়ন্ত্রনে। ১০০০ টাকার টিকিটের দাম নাকি কালবাজারে বিক্রি হচ্ছে ১০০০০ টাকায়। তাই এইবার ময়দান থানা নেমে পরেছে তদন্তে।
এই বিষয়ে সৌরভ গাঙ্গুলি CAB কর্তাদের সমর্থনে বলেছেন, টিকিট কম চাহিদা বেশি। তারা বিশ্ব জুড়েই গুরুত্বপূর্ণ খেলায় টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়। এসব নিয়ন্ত্রন করা তাদের পক্ষে সম্ভব নয়। কালোবাজারি বন্ধ করতে পারে একমাত্র পুলিশ। এই প্রতিবাদে আজ শুক্রবার দুপুর আড়াইটের সময় ময়দান থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্বরা। ইভিএম নিউজ