কেষ্ট

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: কেষ্ট মামলায় বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে | পিছলো মামলার শুনানি

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলা। জেলেই আরও একটা বছর কাটবে অনুব্রতর। এমনকি এবছরও শ্রী ঘরেই কষ্টের  New Year কাটাবেন কেষ্ট।

আজ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ হওয়ার সম্ভবনা

গরুপাচার সংক্রান্ত সিবিআই মামলার শুনানি ছিল এদিন। অনুব্রত পক্ষের আইনজীবি মুকুল রোহতগি বলেন, ‘এই মামলার মূল অভিযুক্ত, যাকে সিবিআই কিংপিন হিসাবে চিহ্নিত করেছে সেই এনামুল হকও জামিন পেয়ে গিয়েছেন। আরেক অভিযুক্ত সতীশ কুমারও জামিন পেয়েছেন। কিন্তু ১৭ মাস ধরে জেলে আছেন অনুব্রত।’

অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, শাসকদলে তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়ে জেলায় রাজার মতো থাকেন অনুব্রত। তিনি এই মামলার অন্য প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে সিবিআইয়ের গ্রেফতার ঠেকানোর চেষ্টা হয়েছে। তিনি জেলার পুলিশ অফিসারদের ট্রান্সফার এবং পোস্টিং ঠিক করেন। পুলিশ তাঁর পকেটে। জামিনের জন্য আদালতের স্পেশাল জাজকে ভয় দেখিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এদিন ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলা। ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। চার্জ গঠনের আগে জামিন মামলার শুনানি নয় বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর