ইভিএম নিউজ ব্যুরো, ২৫ এপ্রিলঃ আমরা সকলেইয প্রায় কমবেশি ঈশ্বর বিশ্বাসী। খাবার না খেয়ে কয়েক ঘণ্টা কিংবা কয়েকদিন থাকতে আমরা অনেকেই পারি। তবে অনাহারে থেকে মৃত্যুবরণ করলেই মিলবে নাকি স্বর্গসুখ! আর এমনই কুসংস্কারে বিশ্বাস করে অনাহারে মৃত্যুর পথ বেছে নিলেন খ্রিস্টধর্মাবলম্বী বেশ কিছু মানুষ। আর যার ফলে প্রান হারালেন ৪৭ জন।মৃতদেহগুলো উদ্ধার করেছে কেনিয়ার পুলিশ।
সম্প্রতি ৪৭ জনের মৃতদেহ অফ্রিকার উপকূলীয় শহর মালিন্দির কাছ শাকাহোলা জঙ্গল থেকে উদ্ধার করে কেনিয়ার পুলিশ। আর যা দেখে স্তম্ভিত সকলেই। উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে মৃতপ্রায় অবস্থায় ১৫ জনকে উদ্ধার করেছিল পুলিশ।আর তাদের কাছ থেকেই জানতে পারা যায় স্বর্গসুখের সহজ উপায় হিসাবে অনাহারে মৃত্যুর পন্থা দেখানো হয়েছে তাদের। আর এসবের মূলে রয়েছেন এক চার্চের পাদ্রি পল ম্যাকেঞ্জি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গলে যাদের কবর দেওয়া হয়েছিল তাদের মধ্যে সকলেই ম্যাকেঞ্জির অনুরাগী। এবং সেই অপরাধে চার্চের পাদ্রি পল ম্যাকেঞ্জিকে গ্রেফতার করেছে কেনিয়ার পুলিশ।এই প্রসঙ্গে কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী কিনদিকি জানিয়েছেন, এভাবে নির্দোষ মানুষের যে প্রাণ কেড়েছে, তাদের কঠিনতম শাস্তিই প্রাপ্য। আর তার সঙ্গে চার্চ, মসজিদ ও আরও সমস্ত ধর্ম স্থানে যাতে কড়া আইন ব্যবস্থা করার কথা ভাবা অত্যন্ত জরুরী।(EVM News)অপরাধের দুনিয়ায় নাম কুড়োতেই কি আতিক এবং আশরাফ খুন?