কেনিয়ায় কুসংকারের বলি ৪৭
ইভিএম নিউজ ব্যুরো, ২৫ এপ্রিলঃ আমরা সকলেইয প্রায় কমবেশি ঈশ্বর বিশ্বাসী। খাবার না খেয়ে কয়েক ঘণ্টা কিংবা কয়েকদিন থাকতে আমরা অনেকেই পারি। তবে অনাহারে থেকে মৃত্যুবরণ করলেই মিলবে নাকি স্বর্গসুখ! আর এমনই কুসংস্কারে বিশ্বাস করে অনাহারে মৃত্যুর পথ বেছে নিলেন খ্রিস্টধর্মাবলম্বী বেশ কিছু মানুষ। আর যার ফলে প্রান হারালেন ৪৭ জন।মৃতদেহগুলো উদ্ধার করেছে কেনিয়ার পুলিশ। সম্প্রতি ৪৭ জনের মৃতদেহ অফ্রিকার