ব্যুরো নিউজ, ১ অক্টোবর: কালীপুজোর খুঁটিপুজোতে একই মঞ্চে শাসক-বিরোধী
মদনের নয়া কীর্তি | পুজোয় ‘ও লাভলী’
মধ্য কলকাতায় আজ হল কালীপুজোর খুঁটিপুজো। আমহার্স্ট স্ট্রীটের এই পুজো এ বছর ৮২ তম বছরে পদার্পণ করল। এই পুজো পরিচিত কংগ্রেসের নেতা সোমেন মিত্র পুজো বলে।
খুঁটিপুজো উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক তাপস রায়, সিপিএমের শতরূপ ঘোষ, ফুটবলার তথা কোচ সুব্রত ভট্টাচার্য সহ ডাক্তার কুনাল সরকার , শিখা মিত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব। ইভিএম নিউজ