CBI
ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: 'কারচুপিতে মদনের মদত'| CBI জেরায় অয়ন শীল। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগের কারচুপিতে মদন মিত্রের প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছি। CBI জেরায় এমনটাই জানিয়েছেন অয়ন শীল।

পুর নিয়োগ দুর্নীতিতে রাজ্যজুরে চলছে সিবিআই তল্লাশি। সেই পরস্থিতিতেই মদন মিত্রকে নিয়ে উঠল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির অভিযুক্ত অয়ন শীল জেরায় মদন মিত্রকে নিয়ে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই কর্তাদের হাতে। এরপরই মদন মিত্রের ২টি বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই। এমনকি ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই কর্তারা।

বর্ধমানে ধর্মঘটের ডাক

পুর নিয়োগ দুর্নীতিতে সবার প্রথমেই নাম জরায় কামারহাটি পুরসভার। সেই কামারহাটির বিধায়ক মদন মিত্র। এর আগেই সংবাদ মাধ্যমের সামনে উঠে এসেছিল কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ারের সঙ্গে অয়ন শীলের যোগাযোগের কথা। এরপর পুরসভা নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের মদত ও কর্মী নিয়োগেও মদন মিত্রের প্রত্যক্ষ সহযোগিতার কথা CBIকে জানায় অয়ন শীল। এমনটাই খবর  সিবিআই সূত্রে।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর