ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: কলকাতা সংলগ্ন পুরসভায় আয় বাড়াতে উদ্যোগ
কলকাতা পুরনিগম সংলগ্ন পুরসভাগুলিতে আয় বাড়াতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছেন পুর কর্তৃপক্ষ। এইসব পুরসভাগুলির মধ্যে রয়েছে বরাহ নগর, কামারহাটি, দমদম, দঃ দমদম, বিধান নগর। ইতিমধ্যেই আয় বাড়াতে প্রায়ই ৩০ টির বেশি ফ্ল্যাট থাকা আবাসনে শিবির করেছে পুরসভা। সেখানে মিউটেশান, পুর কর থেকে ৫২ কোটি টাকা আয় হয়। এরপর থেকেই ওইসব আবাসনে আরও বেশি করে শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর নগর উন্নয়ন কর্তৃপক্ষ।
অবশেষে সাসপেন্ড কুস্তি ফেডারেশন
পুর কর্তারা জানান, আবাসনে এমন অনেক মানুষ আছেন যারা লাইন দিয়ে পুর কর দেওয়ার সময় পান না বা মিউটেশানের জন্য লাইনও দেন না। তাঁদের থেকেই শহরে ওই শিবিরের মাধ্যমে অনাদায়ী পুর কর ও মিউটেশাণ ফি আদায় সহজ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দুয়ারে সরকারের মতো মানুষ দুয়ারেই সব রকমের পরিষেবা পান। সহজে তাঁরা যেন পুর কর দিতে পারেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মানুষের সেই দাবি মেনে মিউটেশান ও সম্পত্তি কর আদায়ের জন্য তাঁদের বাড়ির কাছেই শিবির করার পক্ষপাতি। অনেকেই আবার টেকস্রাভি না হওয়ায় ও বাড়ির কাছে অনলাইনে টাকা জমা দেওয়ার সুযোগ না থাকায় অনলাইন সিস্টেমের প্রতি আগ্রহ দেখান না। তাই আবাসনে নিয়মিত শিবির করে কর আদায়ে জোর দেওয়ার উদ্যোগ নিলো পুর নগর উন্নয়ন দফতর। ইভিএম নিউজ