ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর: কলকাতার বিভিন্ন ঘাটে শুরু প্রতিমা নিরঞ্জনের কাজ
আজ বিজয়া দশমীর দিন বিভিন্ন ঘাটে ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের কাজ। সেইমত কলকাতার বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে চলছে দুর্গা প্রতিমা নিরঞ্জনের কাজ।
রিফিউজি দুর্গা! থিম ভাবনায় চমক | হেরিটেজ ট্রামে পুজো

শহর কলকাতার বিভিন্ন বড় বড় বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন মণ্ডপ গুলির দুর্গা প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে। নিরাপত্তাও যার জন্য আঁটোসাঁটো করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ইভিএম নিউজ

















