ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: কয়লাকাণ্ড: দ্রুত তদন্ত শেষ করতে চায় ইডি
কয়লা পাচার মামলার তদন্ত দ্রুত শেষ করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ইডি। আর সেই সুত্রেই আগামী সপ্তাহেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে হাজিরার নির্দেশ পাঠাতে পারে এই তদন্তকারী সংস্থা। যদিও ইতিপূর্বে তদন্তকারী সংস্থার ১২ বারের নোটিশেও আমল দেয়নি মলয়। দিল্লী হাইকোর্ট মলয়ের আবেদন নাকচ করে জানিয়ে দিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইডির মুখোমুখি হতে হবে।
গড়ফা থানার পাঠানো নোটিশে হাজির ভাঙরের বিধায়ক
ইতিমধ্যেই গ্রেফতার লালা সহ নিচু তলার পুলিশ কর্মী ও সংশ্লিষ্ট সকলকেই জেরা করতে চায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হবে প্রভাবশালীদেরও। ই ডির কাছে খবর কয়লা পাচারের টাকা প্রভাবশালীদের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে। ইডির বক্তব্য, পুলিশের বড় কর্তা থেকে সংশ্লিষ্ট থানা গুলির অফিসার ও নিচু তলার কর্মীদের টাকা দিয়ে কয়লা পাচার করেছিলো ধৃত অনুপ মাঝি ওরফে লালা ও তার দলবল। তদন্তকারীদের দাবি, ২০১৫- ২০২৩ সাল পর্যন্ত আসানসোল, বাঁকুড়া, ও পুরুলিয়ার কয়লা খনি থেকে ব্যাপক পরিমানে কয়লা পাচার করা হয়েছে। ইভিএম নিউজ