ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন পুর পরিষেবা
এবার বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তি ও প্রবীণ নাগরিকদের জন্য কলকাতা পুরসভা চালু করতে চলেছে ‘নগরবন্ধু স্কিম’। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, এই প্রকল্পের দ্বারা প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকেরা বাড়িতে বসেই সমস্ত রকম পুর পরিষেবা পাবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প চালু হবে।
ব্যারাকপুরে কি জমি হারাচ্ছেন অর্জুন?
নাগরিকেরা পুরসভার চ্যাটবট নাম্বার ৮৩৩৫৯৯৯১১১ এই নাম্বারে আবেদন করলেই পুরকর্মীরা তাঁর বাড়িতে পৌঁছে যাবেন। মেয়র আরও জানান, জন্ম- মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে মিউটেশন, লাইসেন্স, বিল্ডিং সংক্রান্ত নানা বিষয়ে আর পুরসভায় আসতে হবেনা। তাঁরা বাড়িতে বসেই এই সংক্রান্ত সমস্ত পরিষেবা পাবেন। ইভিএম নিউজ