লাবনী চৌধুরী, ৩ জানুয়ারি: এবছর কোন কোন দিনে বিক্রি হবে না মদ? এক নজরে দেখেনিন ‘ড্রাই ডে’-র তালিকা
নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর নয়া বছরে বন্ধুদের সঙ্গে মদপানের আসর বসবে না তা কি হয়? শুধু নয়া বছর কেন, বছরভর বিভিন্ন অনুষ্ঠানে পানিয়ের গুরুত্ব অপরিসীম! তা সে হোলী হোক বা দিওয়ালী!
দেশ- বিদেশের জলে হবে রামলালার অভিষেক
বছরভর বিভিন্ন দিন, বিভিন্ন অনুষ্ঠানে বন্ধু-বান্ধবদের সঙ্গে হোক বা উইকেন্ডে, গ্লাস হাতে আড্ডায় মেতে উঠতে কে না চায়? অনেকে তো আবার এই পানীয়ের আড্ডাকে সারা সপ্তাহের অক্সিজেন বলেও মনে করে থাকেন। অনেকে তো আবার হয়তো বলেই বসেন, যে সারা সপ্তাহের কাজের চাপের শেষে একটু ‘কারণ সুধা’ না হওয়ার কোনও কারন হয় নাকি?
তবে চাইলেও বছরের প্রতিদিন মিলবে না মদ। সেই দিনগুলিতে সারা দেশের রেস্তোঁরা এবং বারগুলিতেও অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি এবং পরিষেবা নিষিদ্ধ। তাই মদের আসরে বসার আগে অবশ্যই জেনে নিন এ বছরের ড্রাই ডেগুলি।
এবছর ড্রাই ডে হিসাবে নির্দিষ্ট করা হয়েছে ২৪ টি দিন। তাই ইভেন্টের কোনও পরিকল্পনা থাকলে এই দিনগুলিকে এড়িয়ে চলাই মঙ্গল।
2024 সালের ড্রাই ডে তালিকা:
জানুয়ারি
মকর সংক্রান্তি: 15 জানুয়ারি, সোমবার
প্রজাতন্ত্র দিবস: 26 জানুয়ারি, শুক্রবার
শহীদ দিবস: ৩০ জানুয়ারি, বুধবার
ফেব্রুয়ারি
ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী: 19 ফেব্রুয়ারি, সোমবার
মার্চ
স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী: ৫ মার্চ, মঙ্গলবার
শিবরাত্রি: ৮ মার্চ, শুক্রবার
হোলি: 25 মার্চ, সোমবার
শুভ শুক্রবার: 29 মার্চ, শুক্রবার
এপ্রিল
ঈদুল ফিতর: 10 এপ্রিল, বুধবার
আম্বেদকর জয়ন্তী: 14 এপ্রিল, শনিবার
রাম নবমী: 17 এপ্রিল, বুধবার
মহাবীর জয়ন্তী: 21 এপ্রিল, রবিবার
মে
মহারাষ্ট্র দিবস: ১ মে, সোমবার
জুলাই
মহরম এবং আষাঢ়ী একাদশী: 17 জুলাই, বুধবার
গুরু পূর্ণিমা: 21 জুলাই, রবিবার
আগস্ট
স্বাধীনতা দিবস: 15 আগস্ট, বুধবার
জন্মাষ্টমী: ২৬ আগস্ট, সোমবার
সেপ্টেম্বর
গণেশ চতুর্থী: ৭ সেপ্টেম্বর, শনিবার
ঈদ-ই-মিলাদ এবং অনন্ত চতুর্দশী: 17 সেপ্টেম্বর, মঙ্গলবার
অক্টোবর
গান্ধী জয়ন্তী: ২ অক্টোবর, মঙ্গলবার
নিষেধাজ্ঞা সপ্তাহ: 8 অক্টোবর, সোমবার
দশেরা: 12 অক্টোবর, শনিবার
মহর্ষি বাল্মীকি জয়ন্তী: 17 অক্টোবর, বৃহস্পতিবার
নভেম্বর
দীপাবলি: ১ নভেম্বর, শুক্রবার
কার্তিকী একাদশী: 12 নভেম্বর, মঙ্গলবার
গুরু নানক জয়ন্তী: ১৫ নভেম্বর, শুক্রবার
ডিসেম্বর
ক্রিসমাস: 25 ডিসেম্বর, মঙ্গলবার
ভারতের অধিকাংশ রাজ্যে সেখানকার প্রধান উৎসব বা জাতীয় ছুটির দিনটিকে শুষ্ক দিবস হিসাবে পালন করা হয়। রাজ্য সরকারগুলি জনগণের ধর্মীয় বা নাগরিক অনুভূতিকে সম্মান জানানোর জন্য এই দিনগুলিকে ড্রাই ডে হিসাবে ঘোষণা করে। সব রাজ্যের আবগারি দফতর প্রতি বছরই ড্রাই ডে-র নতুন তালিকা প্রকাশ করে। এবছরেও ২৪ দিন ড্রাই ডে হিসাবে ঘোষণা কড়া হয়েছে। নির্দিষ্ট জাতীয় ছুটির দিন, গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং ড্রাই ডে-তে অ্যালকোহল বিক্রি সীমাবদ্ধ হতে পারে, যা আঞ্চলিক এবং সাংস্কৃতিক পার্থক্যের কারণে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে পরিবর্তিত হয়। ইভিএম নিউজ