ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর: একাধিক ইস্যুতে বিস্ফোরক ব্রাত্য
চরমে রাজ্য রাজ্যপাল সংঘাত। এবার এই বিষয়েই দিলীপ ঘোষ বলেছেন রাজ্য-রাজ্যপালের সমস্যা মেটাতে আলোচনা করা উচিৎ। প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “আমরা তাই চাইছি। সুপ্রিম কোর্ট ও নির্দেশ দিয়েছে। এর আগে আলোচনার বিষয়টি ৪ বার বলেছি। কিন্তু রাজ ভবনের তরফে কোনও সদুত্তর পাইনি”।
বিধায়কের শপথ গ্রহণ কি তবে রাজভবনে? উষ্মা প্রকাশ অধ্যক্ষর
নিয়োগ সংক্রান্ত নিয়ম বিধি আটকে আছে বিকাশ ভবনে। তা কবে পাশ হবে? এই প্রশ্নের উত্তরে ফিনি সাফ বলেন, “না, বিকাশ ভবনে আটকে নেই। তবে তা শীঘ্রই পাশ হবে।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে, একাধিক ছাত্রকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, শিক্ষা মন্ত্রী হিসাবে তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটা স্বাস্থ্য দফতরের বিষয়। আমরা আশা করবো, যে তৎপরতা পুরসভা দেখাচ্ছে তাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। এখানে আমার আলাদা করে বিশেষ কিছু করার বা বলার নেই। কর্তৃপক্ষ চাইলে আমি মহানাগরিকের সঙ্গে কথা বলতে পারি”।
পাশাপাশি রাজ্যের আর্থিক সংকট ও ডেঙ্গুর প্রকোপ তবুও রাজ্যপাল বিদেশ গেলেন না। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর এদিন ‘No Comments’ বলে এড়িয়ে যেতে দেখা যায় ব্রাত্য বসুকে। ইভিএম নিউজ